একবার কেঁদেছিলি তুই - কেন তুই পারিসনে আর
কে দেখালো হিমেল খোয়াব, কে বা তোর দেহ চিনে নিয়ে গেলো চৈত্রের ঘ্রাণ, কে বা তোর হিয়া তীরে এঁকে গেলো দুঃখী পাখি নদীটির নাম!


কবে কোন উদাসীন প্রেমিকের বাহু ধরে ভুলেছিলি
শখের গোলাপ
দিয়েছিলি অকাতরে অধরের হাসিটুকু, আঁধারের করাতে চিরে দেহের ফাগুন
সেই তোর হৃদপুরে ক্রমাগত জ্বলছে আগুন।


কিশোরী মোহিনী তুই, একা একা ভ্রমঘোরে
বেদনা শুকাস, বিষের নিঃসঙ্গতায় সুখ যেন
পেরিয়েছে ধাম.....
হায়রে অবুঝ তুই!  এখনো হৃদয়টা রেখেছিস কার হৃদয়ে জমা!
ভুলে যাসরে তোর অমন হারামি নাগর
সব ভুলে হেসে খেলে পার কর জীবন সাগর।
★★★★★★★★★★★★★★★★★★★★
রচনাকাল ১২-০১-২০২১ইং
টুঙ্গিপাড়া,