বহু আগে জেনেছে মানুষ, শাসক, অত্যাচারী
কবি চোখে ঘুম নেই
জেগে থাকে নির্ঘুম কবিতার অবয়বে
রাত্রির আঁধার চিরে কবি চোখ স্বপ্ন আঁকে পৃথিবীর;


বহু আগে জেনেছে মানুষ
সমাজ সংসারে নিয়ম আর প্রত্যয়ের হাত ধরে
কবিতাই জাগিয়ে রাখে শিহরণ বাতি
ঘুমন্ত পৃথিবীর কোন এক জানলায় রাতজাগা
পাখির সাথে শব্দের কারিগর
সাজিয়ে চলে অব্যক্ত আবেগ, প্রেম আর প্রতিবাদ
রাত্রির প্রগাঢ় অন্ধকার ভেদ করে
বিবেকের নিপুণ আলোয় শব্দের পর শব্দ গাঁথে কবি
কবি চোখ তাই সজাগ সর্বদাই।


সভ্যতার মানচিত্র খাবলে ধরা শকুন চিনেছে কবি
ওঝার মিছিলে কবিতাই উঁচিয়ে রাখে প্রতিবাদী হাত
কবিই পৌঁছে দেয় শোষকের রঙিন উঠোনে
আগুনের জ্বলন্ত উত্তাপ
কবিতাকে ভালোবেসে পৃথিবীতে
একমাত্র কংকাল হয় কবি
কবিই সভ্যতার বুকে এঁকে দেয়, অতীত
বর্তমান আর ভবিতব্যের ছবি।