তোমার লেখার যেদিক তাকাই
শব্দে বাক্যে উতল ফাগুন
আলোর রেখায় সুখ হাসিটাই
কথার বাঁকে ঝরে আগুন


তোমার পাতায় রোজ আসি যাই
রোজ লিখে দেই মন কথা
যত্টুকু পাই তাই বলে যাই
বলবো ঠিকই যথাতথা


কেবল আমার পাতা খরা ভরা
কেউ আসে না কেউ দেখে না
পাথর সমান  বুকের ভেতর
মরার কষ্ট ঝরার কান্না


পারছো না কেউ বুঝতে আমায়
এমন কি আর কষ্ট লিখি ?
এমন কি আর কঠিন সুতোয়
কাব্য কথায় সাজিয়ে রাখি


বলছো না কেউ লিখবো কেমন
তোমার মনে আঁকে যেমন
তোমার মনের সকল কথায়
সাড়া যদি না দেয় এ মন ?


মনের দুয়ার খুলবে কে কার
কেউ খোলে না কারো দুয়ার
আপন আলোয় আপন ধরায়
আনো তোমার মন জোয়ার।