কালে অথবা সময়ে
===============
কবিতাগুলো হারিয়ে গেছে কালে অথবা সময়ে
এখনো তার অনুরণন অনুসরণ
চর্বিত চর্বণ
নতুন করে আসে না কবিতা
আসে না নতুন করে সৈয়দ সামসুল হক, সামসুর রাহমান, আল মাহামুদ অথবা শহীদ কাদরী, আবুল হাসান, রুদ্র শহিদ।
সেই যে গেলো দাউদ হায়দার, তসলিমাও ফিরতে পারলো না স্বদেশ মাটির কবিতায়
কবিতা ঘুরুক যত বিশ্বময়, ঘুরে ফিরে এক হয়ে আসে, একই আহবান যুগে যুগে, কেবল হাত বদলায়।