কী আর দেবো তোমাকে আমি?
নিতে চাইলে দিতে পারি পুরোটা আকাশ
যে আকাশ সাজাবে তুমি, কোথায় কেমন হবে রঙ
নীল সাদা ধূসর অথবা লাল।


যদি সাজাও নীলে
দেখতে পাবে হৃদয় আমার, লাল হলে রক্তক্ষরণ
ধূসর হলে থাকতে হবে বহুকাল অপেক্ষায়
যতক্ষণ না রক্তক্ষরণ শেষে নীলাভ আভার সমাপ্তি হয়।


নিতে চাইলে দিতে পারি নাম না জানা নদী
পদ্মা চাইলে রূপালি ইলিশ, মেঘনার অকূল জলরাশি
আর মধুমতি?  না, দেবো না একটুও
জন্মাবধি দেখছি যারে, ভাসছি যেই গহীনে
তাকে কী আর দিতে পারি প্রেম বিহনে?


কী দেবো আর?
নিতে চাইলে দিতে পারি হৃদয়ের সমাচার
দিতে পারি প্রেমালু বাগান,দখনে বাতাস,শিরীষের ফুল
তৃষ্ণার্ত মন
দিতে পারি অমর পাণ্ডুলিপি বুনন কবিতার
তার সাথে সহজাত ঠোঁটের কাঁপন।


কী আর দেবো তোমাকে আমি?
যা কিছু হয়েছে বলা, হয়নি একটুও যার
সবটুকু থাকলো তোমার, কবিতায় আমি যেখানে থামি।