এখন আর মন চায় না কবিতা লিখি
আড়ং করে কবিতা আসে না
বহুকাল ফাগুন খেলা খেলে
জীবনের চাতালে লাগিয়েছি রোদের মিছিল
কবিতাকে খুঁজে পাইনা, মেঘ ঝড় ঝঞ্ঝায় কাটাই সময়


এই অবেলায় কানে আসে করাত কলের মতো কাটে
মনুষ্যত্ব। হিংসা লোলুপতা ছেয়ে গেছে বধির বাগান
লোভ আর লালসার খেয়াঘাটে তুমুল হই চই
ঘুটে পোড়া ধুয়ার আস্তরণে কীভাবে মেলবো চোখ
অদ্ভুত আঁধার যে!


আসলে কী সত্যিই কোন বিহগ রাগিণী পৌঁছে না কান অবধি ? পাখির কান্নাও নয় ?
দৃষ্টির সীমান্ত কাছাকাছি, থাকি এক মুক, বধির বার্ধক্য ধরে। তবু যদি মন ওঠে মনের ওপরে
কবিতা হয় না জানি, আসেনা কখনো নিকটে ধারে
তাই আজ সকালের রাজহংস ভেবে
কবিতাকে উড়াই আকাশে।