কবিতা কি সহজ এতোই  !
বিহগের সুর নেই, বেদনার সানাই না বাজিয়ে
কবিতা কি করে হয়?
রসের ফল্গুধারা, ধরণীর বিচিত্রতার
কথা সাজালে যদি কবিতাই হয়
মন সাজালে কবিতা কেন নয়
তাকে পরাণ ভরে ভালোবাসলে যদি কবিতা না হয়
তার ডাগর চোখের চাহনি যদি কবিতা না হয়
শব্দের পরে শব্দ বুনলেই কি কেবল কবিতা হয়?


মনের ক্যামেরায় করে তুলে রাখা ছবি
ভালোবেসে রংতুলি ছাড়া সেই আঁকা ছবি
এক মোহনায় দাঁড়িয়ে থাকা মধুমতি নদী
কবিতাই যদি না হয়
কবিতা কাহারে কয় ? সত্যের তথ্য আনো তবে
কবিতা সর্বস্বহারা নয়।


কবিতা কি সহজ এতোই!
ছন্দের বৃত্তে ভরো গুনে সব তেলেসমাতি!
বন্ধনে ঋদ্ধ বৈবাহিক সূত্রের ন্যয়?
প্রকৃতির মতো,রাতের মতো নীরবতা কি কবিতা নয়?  তাহলে কবিতা কাহারে কয়?


কেবল শব্দ সাজালে যদি কবিতাই হয়
কেউ কি সাজায়নি পাথরের সাজ?  
নীলজলে ধাবমান মন?
আকাশের অলীক নিলীমা!
সেটাও কি কবিতা নয়?
পাখিদের ক্রন্দন গান, চাঁদের বিজন ব্যথা, সৃষ্টির অপূর্বতা! তাহাদের আহবান, ওই মেঠোপথ, আলপথ, গাছেদের সারি, মেঘেদের আনাগোনা
ওই যে দিগন্তের শেষে অসীমের ঠিকানার বাড়ি
এ গুলোতো কবিতাই  হয়।


কবিতা কি সহজ এতোই!
শব্দের পর শব্দ বুনলেই কি কেবল কবিতা হয়?
সভ্য হলেই কেবল পালাবদল হয়না সভ্যতার
ফেরেও না পেছনে কখনো ব্যর্থ মনোরথে
সময় সন্ধিক্ষণে তপ্ত হিম পারদ কবিতার
ছড়ায় মুগ্ধতায় আগামীর সন্ধ্যানে।
________________________
টুঙ্গিপাড়া,২৭/০৪/২০