এই যে ঘুমহীন বসে থাকি কবিতায়
শব্দকে সাজাই নানান উপাচারে
নেবোনা কখনো কষ্টের দাম
দুঃখের আঁধারেই চিরকাল কাটাতে চাইলাম
কখনো ভাবলাম না কবিতায়,
কী আমার পরিনাম?


কখনো পাবো কি না সামান্য আশ্রয়
পাবো কিনা অয়োময় হৃদয়েতে ঠাঁই
জানা নাই, তবু শুধু বলে যেতে চাই
পরিণাম না বুঝেই,
বুঝতে চেয়েছি সারাটা জনম
কবিতার রোশনাই।
_____________________