ভাবতে পারিনা মোটে
অগুনতি ভাবনারা জাল ফেলে নিয়ে গেছে
আমার ভাবনারে
মাথা আর মগজে বাসা বাঁধে আড়ষ্ট রোগ
তাই আজ কবিতার শোক


অনেক জুলুম অত্যাচার চলেছে মগজের পর
দিনরাত অস্থির হাসি কান্না বেদনার উপশমে
কখনো পায়নি অবসর
তবু আজ সনদ পাই দারিদ্র্যতার


এ আমার দুঃখ নয় আমার অহংকার
আজন্ম পালন করি
কল্পনার ইঞ্চি ইঞ্চি জমি চাষ করি বুকের ভেতর
রাশি রাশি কষ্ট শুধু নয় শ্রম আর মেধায় নিষ্ঠায়
অগুনতি ভালোবাসা পেলাম জীবনটায়


কবিতায় আঁধার আসেনা জানি
অক্ষয় ফুল হয়ে কস্তূরী ঘ্রাণ ছড়াক পৃথিবীর পর
যানজটের মগজে আসুক সত্য সুন্দর ভাবনা নিরন্তর
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,