যদি না থাকো হে নারী না থাকো নদী
নদী আর নারী
তাহলে আরেকবার ঘোষণা করতে চাই
আমি নষ্ট হতে চাই,  আমি নষ্ট হয়ে যাই
কী এমন প্রয়োজন তার
নদীও নারী বিহীন জীবনটার??


যদি না থাকে ফুল না গায় পাখি
ফুল আর পাখি
প্রকৃতির বিচিত্রতা
তাহলে থাকবো কি,বাঁচবো কি,বাঁচবে কি প্রেম ভালোবাসা!  


যদি না থাকো মায়াময় চাঁদ, হাসিভরা রাত
না থাকে ঊষার হাতছানি, না থাকে কোলাহল
দ্রবীভূত শোক
তাহলে আমি আরেকবার ঘোষণা করতে চাই
আমি নষ্ট হয়ে যাই, আমি নষ্ট হতে চাই।


লোকজন ভুলে থাক লোকালয় বিরান হোক
বর্ণমালা উধাও হোক ভুলে থাক সমস্ত সাধ
হিমু না হোক ভুলে থাক সমস্ত কৈশোর
হলুদ পাঞ্জাবি দল
তাহলে বলবো কি?  আমি কষ্ট হতে চাই
কষ্টের সমুদ্দুর পাড়ি দেই।


কেননা ফুল পাখি নদী নারী প্রকৃতি আমার
চিরকাল সব কবির অমূল্য উপকরণ কবিতার।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,