সন্ধ্যায় আসো, বসো খানিকটা দূরে
রাতভর নামে অন্ধকার
কুয়াশায় ভেঁজা গায় বুলিয়ে পরশ
ভোরের সূ্র্য উঠার আগে পাড়ি দাও অচিন পুরে
হে রাত জাগা ঘুম ভাঙ্গানিয়া পাখি !


কেন গাও অমন বিষণ্ণ সুরে
কী তোমার দুঃখ শোক
কী ব্যথায় সারারাত ধরে
কোন বিরহের আগল ভাঙবে বলে
ডাক দিয়ে যাও সন্তাপে
কেন কষ্টের রাতে
শুকনো মলিন মুখে ভেঁজাও আঁখি !
হে রাত জাগানিয়া  ঘুম ভাঙ্গানিয়া পাখি !


কবি ;
কবিও  গাও তুমি দুঃখের গান রাত বিরাতে
রাত জাগা পাখির মত
তুমিও বিলাও শোক
ধরণীর পর।


কী চাহনী তোমার হৃদে
কী এক স্বপ্নের তাড়নায় ফেরো অসীম আকাশ!
হাসি আনন্দ আগমনী সব এ ধরণীর বিচিত্র উৎসব
কবিতায় তোমার !!


ধরণীকে ভালোবেসে একমাত্র কংকাল হয় কবি
রাত জাগা পাখির সাথে
কবিই আঁকে অতীত বর্তমান ভবিতব্যের ছবি।
_____________________________________________
রচনাকাল ৩০-০১-১৯৯৬ ইং
সোনাডাঙ্গা, খুলনা