পত্র লিখি মনে মনে বহুবার
একবারও যাওয়া হয়না ডাকঘর
অথচ একদিন ওখানেই ছিল আমার বসবাস,
রুটি রুজি চিৎকার
ওখানেই ঘাটি ছিল ভীষণ তৎপর।


ডাকঘর
দিয়েছে বহুবিধ ঠিকানা আমার
দিনের পাণ্ডুলিপি কবিতার
গভীরতর ভালোবাসা প্রতিভার
বিজন রাতের গান
আজন্ম লালিত স্বপ্নের।


ডাকঘর
দিয়েছে নিঃশব্দ অতল নাভিশ্বাস
ক্ষয়িষ্ণু পদভার
বুকভরা ফসলের ভার অন্তহীন বিস্তার।


যা দিয়েছো যথাযথ
মিথ্যের আশ্রয় যত
ক্ষণিক সুখের পর দুঃখের পাহাড়


ডাকঘর
আর কত ক্ষুধার সন্তাপ তোর
আমার যৌবনের দিলাম সব পরিশ্রমী ভোর


ডাকঘর
আর একটু অপেক্ষা কর
ধ্বংসের বীজ হতে অঙ্কুরিত
অনাগত সন্তান তোর
আমূল বদলে দেবে হিংসুটে দোর


সবল অমলের পত্র আর
পৌঁছাতে দরকার হবেনা ডাকঘর।
*********************
টুঙ্গিপাড়া,
কাব্যগ্রন্থ ঃ প্রতিভা যেওনা ফিরে