কোথাও যাবো না আমি
এই নদীতট, সবুজ শ্যামলে মিশে থাকি
এই বাঁশবন, ধানক্ষেত, আলোর ফোয়ারা মেশা
ভোরের শিশির, পাখির উৎসব, মন ভরে রাখি।


কোথাও যাবো না আমি
ছিল যে পূর্বপুরুষ, তারও আগের অধিবাস
যতই থাকুু্ক না সে ঘোর অন্ধকার
জ্বীন ভূত জ্বরা মরা যতসব কুসংস্কার
তাড়িয়ে আনবো এ পিতৃভূমে সোনালি প্রহর।


কোথাও যাবো না আমি, প্রিয়জন প্রিয়ধাম ছেঁড়ে
চোখের তারায় নাচে মায়ের শাড়ির আঁচল
রংধনু সুরে নাচা স্বপ্নের গ্রাম
আজন্ম বয়েছি যারে হৃদয়ের খামে
পাশে বহা দুগ্ধস্রোতময়ী মধুমতী নদী
টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি হলো তার নাম।
★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,