অন্ধ হলে কী হবে, প্রলয় তো বন্ধ হয় না
এদেশের মানুষগুলো অন্ধ
অন্ধ ছিলো ইংরেজ আমলে, পাকিদের আমলে
এই ৫৩ বছরেও অন্ধত্ব ঘুচলো না
চিল শকুনে সুযোগ বুঝে ছো মেরে নিয়ে যাচ্ছে
মা বোনের সম্ভ্রম, অর্জিত ধনসম্পদ
ভাঙছে ঘরবাড়ি,
রাষ্ট্রের তত্বাবধানে মারছে মানুষ
আর অগুনতি নিরীহকে ভরছে জেলে।
সমাজ সংসারে মানুষ বড় হয়, মৃত্যুবরণ করে
তার তো একটা প্রেক্ষাপট থাকে, নিয়মনীতি থাকে
ছিলো আইয়ামে জাহেলিয়াতের যুগেও
অথচ এ কোন যুগে এসে পৌঁছলাম?
এখন এখানে শক্তিই হলো আইন, নির্যাতনই আইন
রুখে দাঁড়ালেই শাস্তি, লুটপাট জেল জুলুম হত্যা
শত অন্যায়ের পরেও ইনডেমনিটি
কোথায় চলেছে স্বদেশ?
মনুষ্যত্বকে পাইকারী দরে বিক্রি করে
জবর দখলে চলেছি প্রাগৈতিহাসিক হাটে
এই যদি হয় শাসন শোষণের মন্ত্র, ধর্মতান্ত্রিকতাবাদের লেবাসে চরম অধর্ম
তাহলে কোথায় যাবো?
কোন কূলে ভিড়াবো আশ্বাসের তরী?
বলতে পারো?
কাকেই বা ভরসা করি
বিশ্বাসের মগজে সাপ বিচ্ছু মশাদের উৎপাত
ভূরাজনীতির দুষ্ট আস্বাদনে
নতুন দলে জুটছে নাবালক, ব্যারাক ফেরতা মরা লাশ
কী এমন দেখাবে আমাকে আর এ দেশবাসীকে ?
সমৃদ্ধি নাকি ধ্বংস???