এতোটা ব্যস্ত হয়ে পড়েছি আজকাল
পড়তে পারিনা সুবোধ পাঠ, বিশেষ নামতা তোমার
ভূগোলের পরিমাপ
দেখতে চাই না এই শীত কুয়াশা ভেদ করে
আসলেই কেউ জেগে আছে কিনা ক্ষুধার বিপরীতে ?


নিষ্ঠার আঙ্গুলে যদিও ব্যর্থতা হারিয়েছে কারো
অস্তমিত রোদের কিনারে দাঁড়ানো যারা
তারে আর টেনে তুলতে পারছি কিনা ভাবিনি কখনো  ভাবতেও চাই না বলে আমিও মানুষ নই মানুষের বেশে এই দুর্বিনীত সারস--


এতোটা ব্যস্ত থাকি এতোটা মাতাল !
স্বপ্নকে ফেরী করা অস্থির বালক আত্মস্থ করে যাই--
কতোটা অহম !
কোন তাপে কোন বিষে মরি আমি !?