ফুরিয়ে যাচ্ছে সোনামুখি দিন, জানলায় আসে আর না পাতিকাক।
শহরের প্রশস্ত রাস্তায় কাকেদের গণতন্ত্র মরে পড়ে  আছে
কর্পোরেশনের গাড়ি এসে তুলে নেয় শোক
নাই কোন সান্ধ্য আইনের বেড়াজাল
ফাঁকা পল্টন রাজনীতি নিঃসঙ্গ হাঁটাহাঁটি করে--
~~
হাওয়ায় ছুটে চলে এমপি মন্ত্রীর গাড়ি
হা করে চেয়ে থাকা মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন বিলি করে আদায় করা ট্যাক্সের ভাগ
গরীব অবধি পৌঁছনো সুযোগের মা মারা গেছে বহুদিন আগে-
ধনিক শ্রেনী কেবল বংশবিস্তারে ব্যতিব্যস্ত সারাক্ষণ।
~~~
মোড়ে মোড়ে জয়জয়কার!
প্রোথিত হয়েছে শশব্যস্ত কথিত স্মরণীয় মনুমেন্ট
আঁজলা ভরে উন্নতি খাওয়া চলছে হরদম
জিজ্ঞেস করবার দরকার ছিল, ক্ষুধার পৃথিবী কোন বায়ুমণ্ডলের ঠিকানায় লিখবে চিঠি?
~~~~~
সে এক রূপ নিয়ে বসে আছে, যার বারুদ মুখো ঝলসানো অবয়বে বিবর্তনের খোয়াব
কী চাঁদ কী আকাশ সবকিছু ভেসে যায় কর্তৃত্ব বচনে!