কাগজের পাতায় লিখে রেখে দেবো
সময়ের কবিতা
লিখে রেখে দেবো একগাল চুমু, একথালা হাসি
সুকুমার সবিতা
লিখে রেখে দেবো অগ্নিভ দিন, নষ্ট বিকেল, আধবেলা ঘুমচোখ
লিখে রেখে দেবো আরেকটা দিন এমনি সময়
সত্যিই দেখা হোক
লিখে রেখে দেবো বৈঁচির মালা গেঁথে রাখাদিন,
বকুলের তলে হাঁটা
বৈশাখী মেঘে ভালোবাসা দিয়ে, বারতা পাঠানো খাতা।
লিখে রেখে দেবো বয় দক্ষিনে মধুমতি নদী
শ্রীরামকান্দী গ্রাম
অখ্যাত এক ভবঘুরে কবি শরীফ এমদাদ হোসেন নাম।
জন্মেছিল যুদ্ধের কালে জীবন যুদ্ধ তার
ভালোবাসাবাসি গলাজড়াজড়ি একসাথে প্রতিভার।
লিখে রেখে দেবো বড় মেয়ে প্রভা, মেঝটা অনুভা
ছোট মেয়ে শুভ্রা
জন্ম তাদের  খুলনা শহরে বিদ্যায় মুখরা।
আরো লিখে রাখি ফুল আর পাখি
লিখে রাখি সব সুখ
লিখে রাখি সব বেদনার কথা আজন্ম পালিত দুখ।


চায় যদি কোন প্রজন্ম এসে ইতিহাস জানতে
লিখে রেখে যাই ক্ষণিকের ঠাঁই তাহার অজান্তে।
***************************
টুঙ্গিপাড়া,