একদিন আমাকে  নিয়েও টানাটানি হতো খুব,
হতো খুব ভালোবাসাবাসি
কলার মোচার মতো ডগডগে যৌবন আমার,
চারদিক পুরে থাকা ঘ্রাণের বাহার
ফুরালো কীসের টানে?


কোন সে কাগজের ফুলের মধুপ তুমি ?  কী এমন বিমুগ্ধতা ! ভুলেছ কি আসল নকল ?


সমৃদ্ধির বাগানে ফোঁটা ফুলের সুবাস তুমি
আবারো নিতে চাবে একদিন।
আধেক ইতস্তততা, আধেক ভালোবাসা
পোড়াবে তোমাকে খুব জেনে রেখো ; জেনে রেখো
চোখের প্লাবনেও পাবে না কখনো আর
খুব সহজে পাওয়া ঠিকানা আমার।