হে কবি!
অলস দুপুর ছিলো না রোদ্দুরে
টানও ছিলো না বায়ুর
টান ছিলো হিরন্ময় কবিতার অক্ষরে
আর রাতগুলি? রাতজাগা পাখির সাথে
রাতের পাহারাদার হয়ে
কবি হাঁটে নিঃসীম সীমানার ওপারে
কী দিবস রাত কিংবা প্রাতে।


প্রকৃতি মেলেছে ডানা, প্রজাপতি দল,
রাতের তারা, জোছনা ছড়ানো আকাশ, মেঘদল
প্রেম আর প্রণয়ের যতটা বিলাস
শাসন ত্রাশন উপাসনা যুগে যুগে
সবই তুলে এনে আঙুল ডগায়
তত্ত্বের বহুবিধ নিবিড়তায়
জানি কবি জাগায় সমাজ, জাগায় দেশ জাতি জনতা।


হে কবি! জেগে ওঠো বর্ধিত কলেবরে
সম্মিলিত হও আজ বাংলা কবিতায়।
_______________________
♦বাংলা কবিতা আসরের উদ্যোগে আন্তর্জাতিক কবি সম্মিলন ২০২৩ উপলক্ষে তাৎক্ষণিক। ♦