আমি রোজ ফিরে যাই শৈশবে
আমার কৈশোরে
রোজ স্কুল মাঠে লাইনে দাঁড়িয়ে গান গাই,
"ওমা ফাগুনে তোর আমের বোলে, ঘ্রাণে "
সে সুরের মূর্ছনায় দিনরাত্রির আবাহনে
আজও তাড়িত হই, একপশলা বৃষ্টির মতন
উজ্জীবিত হই সবুজ সতেজ
আজও কৃষ্ণচূড়ায় খুঁজি লালে লাল.....


মানুষ ছিলনা খুব বেশী শিক্ষিত, ছিল সহজ সরল
ছিলনা কোন অবিশ্বাসী ছায়ার পরশ
ভালোবাসা ছিল একে অন্যের
আকাশ সমান
মানুষের প্রতি সহমর্মিতা মানুষের
স্বর্গ ছিল গৃহে গৃহে


আর আজ? পৃথিবীতে আজ বড় অবিশ্বাস
প্রতারণা আর কান্নার অভিনয় সীমাহীন
সে কারণে মন চায়
ফিরে যাই শৈশবে, বুঝে ওঠা কৈশোরে
মা খোঁজা দিন !