আমি জানি,
পৃথিবীর পাঠ্যবই হচ্ছে মানুষ
সূচনা- জন্ম
বিবৃতি - ধর্ম ও কর্ম
উপসংহার- মৃত্যু....
এক ও অদ্বিতীয় লেখক- ঈশ্বর।
হয়তো আপনি আমিও জানি,
অথবা কেউ কেউ মানি
তারপর পুনরুত্থান—
কেউ কি পারে
গায়ের গন্ধ শুকে বলে দিতে
কে রাম? কে মুহাম্মদ? কে যিশু বা বুদ্ধ?
তবে কেন এতো ভেদ বৈরিতা?
ঈশ্বর-কে করো প্রতিপক্ষ?
মগজের আয়নায় দেখো—
বেঁচে আছে কি আপন সত্তা?
বেঁচে আছে কি মনুষ্যত্ব?
— মানুষ কর্মে হয়ে ওঠে অনন্য—
ঈশ্বর থাকে ভিখারীর থালায়
আপন অন্তরে
কতটুকু দিয়েছো পকেট ঝেড়ে?
পবিত্র জমজম কিংবা শুদ্ধ গঙ্গা
কোন জল মিটায় না তৃষ্ণা?
তবুও কেন সৃষ্টি করেছো ভেদ?
মগজ ঘেঁটে দেখো— মানুষ সত্য
মানুষ- ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠতম ফুল।