কালের প্রবাহে নদীও তার নাব্যতা হারায়
সব আশা-ভরসা দুমড়ে মুচড়ে যায়
তবু মনের নাব্যতা থাকে বহমান, চির চঞ্চল
তাই তো মন এক নদী--
বয়ে চলে নিরবধি
*
সময় চেনে না সময়ের অলিগলি
বিষাদ ভরে ছেঁড়ে যায় গন্তব্যের ট্রেন
গন্তব্য কখনো আসেনা ফিরে
বয়ে যায় নিজস্ব ভঙ্গিমায়__
*
মানুষ থাকেনি মানুষ
যেমন করে দৌড়ের নিশানা ধরে
রোদ্দুর হেঁটে যায়
মানুষও হাঁটতে হাঁটতে শিখলো সভ্যতা
হরপ্পা মহেঞ্জোদারো গ্রীক রোম অটোমান
জানলো বেদ পুরাণ বাইবেল কোরআন
জানলো কী তবুও তেমন?
সময় বয়ে যায় সময়ের আঙ্গিনায়।
*
জাগেনি এখনো মন
কী তার পশু মন, পাখি মন অথবা মানুষ
মাছের মতোই যদি সব হতো খাদ্য পরস্পরে
হতো কার নিশানা কে কখন!


হে মানুষ! সময় এখনো ধায়...
        মানুষ হও মানুষেরই মতন।