পাশে ছিলো কেউ এখনো ভাবছি বসে
স্মৃতি ঘরে আছে নরম রোদের স্বাদ
কোন এক কালে বলেছিল কেউ এসে
আজো আমি আছি ভালোবাসার উন্মাদ।
ফালগুন দিনে সুখ সখা এক সাথে
যায় উড়ে দূরে মন এক নদী তীরে
উদাস বাউল গান গেয়ে ডাকে প্রাতে
ভালোবাসা ছিলো ভালোবাসা আছে নীড়ে।


ভাবে না মানুষ দিন ফুরানোর কালে
কী যে তার ছিলো  ইহ জনমের ভালে
চিরকাল ধরে মানুষ মানুষে জানে
মানুষ মানুষে লোভে পাপে ডুবে মরে
মোহ ফুরালেই আয়নায় ধরা পড়ে
মানুষ জনম সৃজনের ঠিক মানে।
______________________