রাষ্ট্রের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতের মতো আমি বলতে পারছি না, "আমার সন্তানকে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়তে দেয়া হোক"
অন্তত গণতন্ত্র ও তার ন্যায্য ব্যবহার এখানে কিছুটা হলেও আছে
মেধাবী ছাকনীর পদ্ধতিটা চলমান-


ঘুরছি দেশব্যাপী
কন্যাটির বিশ্ববিদ্যালয়ে পড়বার শখ
একদিন আমাকেও তাড়া করেছিল স্বপ্নের চোরাগলি
তাইতো বিনিদ্র জেগে বালু হতে তুলে এনে রত্নরাজি
সাজিয়েছিলাম
রাষ্ট্র যতই বলুক রাষ্ট্রের ভেতরে দুর্নীতিগ্রস্ত আমলা, মন্ত্রী, রাজনৈতিক নেতায় ছয়লাপ
মন তবু দেয় না সায়
প্রছণ্ড আশাবাদী মানুষ আমি
মনকে তাই কেবলই প্রবোধের ঠিকানা দেখাই
এখনো মানুষ তৈরী হয় বিশ্ববিদ্যালয় নামক মানুষ গড়ার কারখানায়।
__________________________
রাজশাহী


★ কন্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য রাজশাহী এসেছি।★