কেবল মানুষ আর পশু-পাখি নয়
জোনাকির চোখেও নামে ঘুমের বিমূঢ়তা
প্রোজ্জ্বল্লিত লেজও কখনো খসে পড়ে
ক্লান্ত হয়ে ওঠে দেহ, মন, মনের ফাগুন
স্বপ্নও কখনো কখনো আচ্ছন্ন ঘুমের ভেতর
বিভ্রান্তির দরজা নাড়ায়
আহা! কোমলকে ছোঁয়া যায় না বলে-
আলোর উপমায় হেঁটে হেঁটে ভেঙ্গে যেতে পারে
যাবতীয় অভিমান
মানুষ তবু জানে
রাত পেরিয়ে সোনালি আলোর ভোর আসে।