স্বপ্নের কাছে মসনদও তুচ্ছ পারাপার
কর্মের কাছে বেঁচে থাকা মহাকাল
দুঃখের কাছে অনন্ত দুঃখই অনুপম
আর অন্ধের কাছে?  ক্লিওপেট্রাও অন্ধকার
কিবা জ্যোৎস্না কিবা কৃষ্ণপক্ষের চাঁদ
সবকিছু একাকার!


কে বোঝে কার দুঃখ কষ্ট ব্যথা?
রোদের চমক যেমন
ক্ষয় শেষে নিয়ে আসে প্রান্তিক বিকেল
দুরন্ত ঘড়িও নুইয়ে দেয় সময়ের চাকা
এই আলো, এই অন্ধকারের মিশেল জীবন।
___________________________________________