মনের অন্ধকারে কুড়ানো গোলাপে গন্ধ নেই
নেই কোন অঙ্গিকার
তবু গোলাপ নামেই চিনি তারে
শুধু গোলাপ গন্ধেই ভরে গেলে কথার ডায়েরি
রাখলেনা ধৈর্য্যের জলকণা
আজ তার শুকিয়েছে সমস্ত অক্ষর, চিহ্ন পেলবতার।


যদি ভুলতে পারতাম, খুব ভালো হতো
ভেবেই পাচ্ছি না আর
অমন সাজানো কথামালা ছিল, শুধু কী মিথ্যাচার?
__________________________