জন্মের পর হতেই দেখে এসেছি অভাব
পয়লা মায়ের বুকের দুধ,
আটার যাউ, ফেনা ফেনা ভাত
তারপর কাপড়চোপড়........
তবু কিছু পাই, তবু কিছু তো খাই


অথচ কষ্টের জাহাজে চড়ে বাবা, মা
পার হয়ে যান অভাবের নদী
অসুখের সাগরে ভেসে ভেসে তাকিয়ে দেখেন
দূরের বাতিঘর


নির্জিব আকাশের দিকে হাত তোলা
ভেজা চোখে বাবাকে দেখি, কেবল উপুড় হয়ে মায়ের বুক থেকে শুষে নিতে মধ্যরাতের সুখ।
****************************
টুঙ্গিপাড়া,