প্রতিভা,এইমাত্র তুমি মুঠোফোনে চুমু দিলে
আমাকে দেবে না?
শত উৎসাহ গুছিয়ে একসাথে বলে দিলে
কাকে বললে ? আমাকে বলবে না ?
রোদ্দুর গায় মেখে অবলীলায় কাটালে দিন
নবীন পর্বত ছুঁয়ে সচেতন হতে হতে
আমারও কি নাম লেখালে প্রবীন ঠিকানায় ?


অথচ আমিও প্রৌঢ় চাঁদের দর্শনে ভাসালাম
সোনার তরী, নামহীন নদীর তীব্র স্রোতে
যে নদী সাঁতরে গেছে ইহকাল।


খুব বেশী দেরী হয়ে গেলো, পয়লা পোষাকে
একাকার হতে হতে অবশেষে
মুঠোফোনে কোন আকাশ পাড়ি দিলে
বললে না তো ?
ফুল তুলে কী হবে ও' আঙুলের ?
ভাবতে পারবো কি, মাঝখানের ও' আলাপ
শতাব্দীর নিকোনো উঠোনে কেবলমাত্র শস্যের হামাগুড়ি।
[][][][][][][][][][][]][][][][][][][][][][][][][][][][][]
টুঙ্গিপাড়া,