দু' বছর পূর্তি ছিল কাল, মানে ৭৩০ দিন
দিয়েছিও সংখ্যায় ৭৩০,এসে আর খান্ত দেইনি একদিনও
কী লিখেছি আর কী দিয়েছি প্রকাশিত সবই
মানুষের কথা বোধ হয় আসেনি তেমন একটা
এসেছে নিজস্ব যন্ত্রণাগুলো
সময়ের দীর্ঘশ্বাসে বড্ড বেশী একপেশে আমি
এ ছাড়া যে ভাবতেই পারিনি অন্যকিছু


আমি তো জানি কচি পাতার ডাগর চাহনিতে ফুলের ইশারা, নতজানু রোদে পাখিদের ঘরে ফেরা
যা কিছু খুইয়েছি, যা কিছু রেখেছি এই সামান্য ক্ষণে
নির্জলা বালুচরা
আপনার দৃষ্টিদেশে হয়তবা ফলবান শস্যেরা
অথচ আঁধার রাতের চাঁদে জমে থাকা অচিন স্বপ্নেরা
জানি আশ্চর্য বোধের কাছে
নুয়ে পড়া ধানখেত, ধনে, মানে, জনে


আমি নিঃস্ব পাগলপারা, নিচ্ছি অহরহ পূর্ণ কলস রতনের
মহাজন আছেন এ ঘাটে, খুঁজে নেবার কষ্টটুকু যার যার।
__________________________
রাজশাহী বিশ্ববিদ্যালয়
♦ লেখাটি আসরের কবি শ্রদ্ধেয় প্রণব মজুমদার কে। যিনি গতকাল আমার মত নগণ্যকে উপাধি দিয়েছেন, "তপোব্রত কবি"।♦