বৃষ্টির সাথে পূর্ণিমার চাঁদ দোল খায় পদ্মবিলে
নয়ন মাঝি কৈয়া জাল পাতে লক্ষীদিঘার নাড়ায়
দিঘা চালের পান্তাভাত আর কৈ পুঁটির ঝোল কিংবা ভাজা, আহা! টাক্কুস করে জিহ্বায় জল আসে


বাড়ির দক্ষিনে কুটোর পালা, ছাতিম গাছ ভোকসা পুকুর পাড়, থই থই জলের কিনার, মনের ডিঙ্গা বেয়ে চলে হুটহাট, অজান্তে চালিতার ফুলে নামে ঘুম
ভোরে ঝরা শিউলি কুড়ায় বালকবালিকা।


শাপলা তোলা ভোর চলে গেছে অতীত ঘরে, দূরে এখনো রাত্রির দ্বিপ্রহরে বাজে ঢোল করতল
কোনদিন লাটিখেলার থালায় বাড়ি হেইয়ো হেইয়ো-
হোসেনের পুঁথি পাঠ, আদু মিয়ার হুক্কার কুড় কুড় আওয়াজ, মথলুর গল্প বলা। আহারে!  হারিয়ে যাওয়া দিন!


মানুষ সাগর পাড়ি দিতে দিতে কোথায় চলেছে মহাকাল?
_________________________
টুঙ্গিপাড়া,