বুকের ভেতর একটুও জায়গা নেই আর
চোখের মধ্যকার নদীও স্রোতহীন, ভরাট বালু
ছেঁটে নেয়া রাত্রির কিয়দংশে রক্ত ঝরছে অবিরত
শেষ পক্ষের ক্ষয়িত চাঁদের পাশে শয্যা পেতে
আমি ধ্যানী হাতে আঁকছি কবর শ্মশানের স্কেচ
দেখছি মৃতদের সৎকার
দেখছি পৃথিবীর সব আলো নিয়ে গেলো রাতের জোনাকি
নেই আর জায়গা একটুও, বুকে অথবা মনে
নেই আলো, যা কিছু খুইয়েছি সবটুকু মোহ।