গার্হস্থ প্রেমে আর মজছে না মন
ঘুরে আসতে সাধ হয় খুব
ওই তো পর্যটক আকাশ, ওখানেই হেলান দিয়ে পাহাড়ের সারি, তুমুল ঝর্ণাধারা
ওখানেই পিঠ পেতে দাঁড়ানো তন্ময় দুপুর
ওখানেই যাবতীয় সুখ-সারীদের বসবাস।


এলেও আসতে পারো সাথে
কোমল বিকেলে হারিয়ে যাবো অমৃত কুম্ভজলে।


মুখস্থ রাষ্ট্রনীতি লাগছে না ভালো আর
ইচ্ছে হলে সটান দাঁড়াবো কথাদের সংসদে
বলে দেবো,
ভাঙা ল্যাম্পপোস্টের ম্রিয়মাণ আলোয়
কতটা দেখাবে পথ?
চৌকস আঁধারে ভরা এই পৃথিবী আমার
আড়চোখি ট্রেনে করে কেন পার হবো ঘরোয়া স্টেশন
কেন আবার ফেরাবো বৃথাদের আস্ফালন?


ঘৃণার পাত্র হতে ছড়ায় না অমৃত যেমন
কবর শ্মশান হতে জীবনের স্পন্দন
তবু যেতে চাই
গার্হস্থ প্রেমে আর মজছে না মন।