আমি তো চেয়েছিলাম
একটি ভবিষ্যৎ যদিও টানাপোড়েন
একটি দম্পতি অদ্ভুৎ সুখের, এক কক্ষের ;


আমি তো চেয়েছিলাম
কল্পনার একটি মহা রাজপ্রাসাদ, যদিও খড়ের
একটি কল্পিত অনন্ত অট্টালিকা,যদিও ছাওনি পাতার ;


আমি তো চেয়েছিলাম
একটি চেয়ে থাকা মুখ যদিও কুৎসিত
একটি কল্পনায় আঁকা গোলাপের কুড়ি,গন্ধহীন ;


আমি তো চেয়েছিলাম
একটি মরশুমি ফুল
মুঠো মুঠো মটরশুটি
সবুজাভ ফসলের ক্ষেত
যেখানে কল্পনার সম্রাজ্ঞী তুমি
হেঁটে হেঁটে ছড়াবে প্রতিভা।


ঃসহসা সচকিতঃ


জানালার শার্শি খুলে
শহুরে রাস্তার নির্জন ম্যানহোলে
স্থাপিত বন্ধ ফলক টেনে
কোন দিকে গেলে তুমি ?  কেন গেলে  ?


তুমি কি শোন না
আমার গলায় বাজে শুধুই চিৎকার
আর্তের, পীড়িতের উন্মাদ!


কি করছ তুমি এখন ?
তোমার সুউচ্চ স্তনে লাগাচ্ছ অন্তর্বাস  ?
তুমি শুনছ না   ?  তুমি শুনছ না
আমার এই আকাশ চেরা কান্নার ধবনি  ?


মন চাইলে দৌড়ে এসো। এক  দৌড়ে এসো তুমি
তোমাদের ড্যাফোডিলের আঙিনা পেরিয়ে
তোমার সবুজ শাড়ীর আঁচল ছিঁড়ে
হৃদয়ের রংয়ে মিশিয়ে
পতাকা বানিয়ে।


মন চাইলে দৌড়ে এসো    
ক্রুর বন্ধনের সীমানা পেরিয়ে
আমার উষর বুকের কাছে
মন চাইলে এসো
এসো
        এসো।
******************************
রচনাকাল  ১৬-০২-১৯৯৪ ইং
সোনাডাঙ্গা, খুলনা