মাঝে মাঝে ছুটি নিই, ঘুরে আসি প্রকৃতির ধার
নির্মল বায়ু জলে নিজেকে ধৌত করি, শুদ্ধ করি খুব
আসলে পারি কী তা?
জনম জনম ধরে কলুষিত হওয়া মন
কুপথে দাপানো সময়, লোভ আর হিংসার পাদমূলে উজাড় করা অহমিকা
কেমন করে ধৌত করি জলে, বায়ু আর আলোর উৎসবে?
কোথাও কী নেই সেই শুদ্ধাচারী মন, আলোয় ফেরানো সম্বল?
জানি
পৃথিবীতে আদি যার নাম,
সুপথে ফেরানো সেই ধর্মীয় ধাম
কেবল ফেরাতে পারে মন, মনের শাসন
জল নয় বায়ু নয় আলো নয় মনই আসল উপাদান।