ভালো নেই মন, কুয়াশাময় চারদিক
         চেয়ে চেয়ে ঘুমাই দেখিনা কোথাও দীপশিখা
দেখি ফর্সা পৃথিবী ফাগুন পোশাক পরা
ওর দেহ দুঃখের নদী, চোখে মুখে যুদ্ধের বিভীষিকা।


মেঘময় কলঙ্কের আকাশ, নীলাভ বলেনা
                      বৃষ্টির অপেক্ষায় নদীও খটখটে,
লু হাওয়ায় পুড়ে চলে ঠোঁট তবুও যুদ্ধের বরফ গলেনা।


বন্ধু নেই
          স্বজনও নেই
                         এই পৃথিবীটা শত্রুতে ভরা
মানুষ কেন মানুষ নয়? আনে দুঃখ দুর্দশা জ্বরা।


হে মানুষ! তুমি মানুষ হলেনা বলে
                        মরছে মানুষ ইউক্রেন রাশিয়ায়
মারী মড়ক ভূকম্পনে এ বিশ্বের মানুষের সাথে
সিরিয়া তুরস্কের সভ্যতাও ধ্বংসের দ্বারপ্রান্তে প্রায়।


মন তাই ভালো নেই
                 ভালো নেই জগতের মানুষ সকল
শান্তিটা আবছায়া, বোঝা দায় কোনটা যে আসল
                                    আর কোনটা নকল।