বহুদিন আগে যার বোনা ছিল বিষণ্ণ দুপুর
সেই থেকে আর কোন কান্না আসেনি বলে
পাণ্ডুর দেহে আঁকি কৃষকের স্বপ্ন বিকেল
শ্রমের ফসলে দোলে সন্ধ্যার শুকতারা রোদ
মুগ্ধ চাঁদের শয্যায় রাখি আগামী হিসেব
আসুক নতুন পৃথিবী আমার
মেঘের মুখোশ ছিঁড়ে আসুক না চক চকে
প্রত্যাশার আকাশ
ঘামে ভেজা রমনীয় ক্লেদ,
মুছে বের হোক মনের আরক
অসুখের হাটে আর না থাকুক মারীও মড়ক।


বহুদিন আগে যার বোনা হয়ে গিয়েছিল
ভ্রমণের সূচী,
ক্ষুধার শয্যা পেতে রাখে শীর্ণ হাতে
করুনা সময়
ফুল নয় পাখি নয় ছড়া নয় গদ্য নয়
যতটুকু মেলি পাখা ততটুকু হোক রাখা
যন্ত্রণাটা বুঝি।
------------------------------------------
২৮/০৮/২০২০