বর্ষা এলেই শোক শোক ভাব
মৃত্যুর মতো কেঁদে চলে জ্যোৎস্না রাত
আহ্লাদী বিড়ালও দুধের বাটিতে দেয়না চুমুক
বুকের শূন্যতা ভরাট হয়না আর
মন পড়ে থাকে
একদিন বাবা ছিলো, মা ছিলো
আগলে রাখতো বুকের ভেতর


তেমনি করে ৪৭-৭১
বুকে আগলে রাখলো যে বাংলাদেশ
জেল জুলুম হুলিয়াকে তুচ্ছ করে
জীবনের জয়গানে
মমতা মাখানো ঠোঁটে এঁকে গেলো
লাল সবুজের পতাকা
শীত বর্ষা রোদের চমকে দুঃখকে পুঁজি করে
এনে দিলো স্বাধীনতা
মনে পড়ে, তাঁর কথা মনে পড়ে।
_________________________