কেন তুমি অতো কান্না করো
কেন তুমি দূরের পথটি ধরো ?
একবারই তো যায় চলে যায় মন খারাপের গাড়ি
একবারই তো যায় চলে যায় হিজল ফুলের সারি
জোয়ার জলে অসীম সীমানায়
একবারই তো কারো কারো কাঁধে, উচ্চারিত কলেমা শাহাদাতে
উদাস দুপুর শ্রান্ত ভাবনায়
ভাবছো কি মন কোন সে অজানায় ?
যায় চলে যায় আকাশ গ্রহ অসীম তারায় তারায়।


আবার কী আর আসবে ফিরে!
মহাকালের শান্ত নদী বইবে কোনো পাহাড় সমতলে
এই যে চলা এই যে বলা এরূপ তালে তালে !


সচল সময় বারেক তাকায় মেঘের সীমান্ত
ফুরায় সবই হিসেব নিকেশ--
হায়রে জীবন! আর কতকাল থাকবো ঘুমন্ত
দিতে হবে, দিতেই হবে পাড়ি
চড়তে হবে চাক্কাবিহীন মন খারাপের গাড়ি।