একটা চিঠিও আর লিখবো না,
বলে দিয়েছি
ভাল লাগেনা প তে প্রেম ফ তে ফাঁসিটা প্রেমের
পত্র যা লেখার লিখেছেন রবীন্দ্রনাথ
ছিন্নপত্রে চললো এক শতাব্দী ,
চলুক না আরো আরো মাস দিন সহস্র বছর!
তাঁরে ধুয়ে কেচে করি সাফ
এখন আমি মুঠোফোনে মন চায় যারে,
তারে ছুঁই; চাখি প্রতিক্ষণ।
চোখের লেন্সে পড়তে দেবোনা ধুলোর আস্তরণ । মাড়িয়ে ধানক্ষেত কার্তিকের আস্ত দুপুরে
তাড়াই দুর্ভিক্ষ।  
মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারবো না।