মায়াসম্পর্কের গেরস্থালি সাজাতে সাজাতে
বড্ড ক্লান্ত হয়ে গেছি
ঘুমুতে যাবো ;
একটা দীর্ঘ সাপ ঘুমের বড্ড প্রয়োজন—
আপাতত দেখতে চাই না দেশ জনতার
বেঁচে থাকবার তুমুল লড়াই.....
তোমাদের এই রংধনু দিনগুলি যদি একদিন সময় প্রিয়তা পায় আমাকে জানিয়ে দিও
আমি না হয় মানিয়ে নেবো, স্বপ্নদর্শী মেঘকেও বলে দেবো,
দেখিয়ো না আমার আকাশে আর মাধুকরী চাঁদ....
আর যদি আমার আকাশে মাধুরী বিলিয়ে দেয় মায়াবী রাত, সকালের স্বপ্নে হয় মেঘরং প্রজাপতি
নাবিক পাখির ডানায় বিশ্বাসের রেনু ছড়িয়ে নিশ্চয়ই বুঝিয়ে দেবো বিচারখানার সংরক্ষিত আসন
যেখানে সযত্নে রাখা আছে আমাদের সম্পূরক ঐতিহ্যের স্মৃতি—
জানি, মৃত্যঞ্জয় মুহূর্তগুলো খুব বেশী বাসনাবিলাসী
ভাগ্যের রিংটোন শোনার আশায় কেটে যাবে
অবুঝ বেলা
হাতবদলের শ্রমিকও তখন যোগ-বিয়োগের
নামতা গুনে বিশ্বাসের আসনে লিখতে যাবে নাম
আর এখন?
বড়ই দুঃসময়
কারো জন্যে আনন্দময়ীর আগমন!