নদী চরে দাঁড়িয়ে দেখি ওপারের রঙটি ধূসর
দৃষ্টি বুঝি এভাবেই ক্ষীণ হয়ে যায়
আমাদের অস্তিত্বের নাম যদি মাটি হয়
প্রতিটি জন্মের গন্ধ নিয়ে জীবনানন্দ হতে
কার না ইচ্ছে হয়!


স্মৃতি ধরে হেঁটে দেখি কত অবয়ব ছিল এই মাঠে
কত বন্ধু প্রিয়জন প্রিয়তমা
জীবনের চড়াই উৎরাই শেষে মিশে গেছে সময় শাসনে
যত জানা থাকে থাক ভেঙ্গে যাবে স্বপ্নের বাঁধ
তবুও আকাঙ্ক্ষা থাকে বাকী যদি বসা যায় বসবার আসনে।


মৃত্যুর পরে জানি মনেও রাখবে না কেহ
মিশে যাবো সব অবয়বে
এই আলো এই অন্ধকারে সুখে দুঃখে দিচ্ছি পাড়ি জীবনের নদী, জীবন কি চিরকাল কাটে নিরবধি
এই পৃথিবীর ঝকমকি আশ্বাসে ?
আহা! মিশলেও মাটির অন্ধকারে কার নেই বাঁচবার সাধ অমোঘ মৃত্যুর পরে?