টাকারে টাকা! তোকে ভুলতে গিয়ে আরো বেশী
গেঁথে রাখি মনে
আরো বেশী লোভাতুর হই কারো সনে
ওরে টাকা টাকারে টাকা
এ তাবৎ ধরণীও হয় যদি ফাঁকা
কত যে দরকার তোরে ধরে রাখা!


লাগালাম টাকার গাছ হোল নারে টাকা
তাই খাই গাঁজা ভাঙ চানাচুর ভাঁজা
রাষ্ট্রের করি চুরি, নিয়ে রাখি ভুরি ভুরি
সিন্দুক, আলমারী বালিশেও ভরি
সম্পৎ সম্পদ সারাদিন করি।


সোনারে সোনা, নিজে না পরতে পেরে বউটারে ধরে
মন মন টন টন গহনাগাঁটি পরে
মাটির তলেতে কিছু রাখলাম ভরে
কী শান্তি কুড়াই আমি ?  হায় ! এ অমূল্য ধন
সবই তো থাকবে পড়ে মৃত্যুর পর
সামান্য মাটির ঘরে শোয়াবে যখন
এতো টাকা এতো সোনা আমারে কী করবে স্মরণ ???