কাল নাকি একটি তারা খসা সন্ধ্যা বয়ে গিয়েছিলো।
এমনি এক তারা খসা সন্ধ্যায় কোন এক অনাগত হয়তো খুঁজে যাবে পূর্বপুরুষ, হয়তো ভাববে বসে কোথাও কোন এককালে এসেছিলো ধরণীতে কেউ, খসে পড়া তারার মতো তারও সময় হয়েছিলো খসার, সাজানো গোছানো সব ফেলে, সেই যে গেলো চলে--     এভাবেই চলে যেতে হয়, মানুষেরা চলে যায়---


দুঃখ রাত পাড়ি দিয়ে অগুনতি স্নেহালিঙ্গনে বাঁধতে গিয়ে, পুরো আকাশকে বেঁধে ফেলা যে জীবন তার কাছে কতটা ঋণী থাকে মানুষ, কতটাই বা ভালোবাসা গেঁথে রেখে যায়, তারার মেলায় সে হিসেব উঠবে কি? আকাশ থেকে তারাদের ওই যে ছুটাছুটি সে কোন জনমে শুনেছি, মানুষও খসে পড়ে দম্ভ থেকে, সম্পদ থেকে, ক্ষমতা থেকে, পরিজন থেকে, পৃথিবীর বিচরণ থেকে ; যা আমরা দেখেই চলেছি অহরহ। চিরকাল গাঁথবার দুর্দান্ত প্রচেষ্টার পরও খসে যায়, শুকিয়ে যায়, ফুরিয়ে যায় ফুলের মতো পরমায়ু---
___________________________