মুখোশ মানুষ
==========
--শরীফ এমদাদ হোসেন
তাং২৪-০৭-২০২০


তিনটে সাদা রঙের বিড়াল পুষছি বলে
একটা বাড়তি খরচ হয়েই যায়
ওরা মাছ, মাংসভাত ছাড়া অন্য কিছু খেতে চায় না
মাঝে মধ্যে আমার ঘরের ইঁদুরের সাথে ওরা খেলা করে, ধরে খায় না। ইঁদুর আমার ধানের বস্তা সাবাড় করে
যাই পায় কেটেকুটে সাফ করে
ওদিকে বিড়াল ড্রয়িং রুমে সোফায় শুয়ে টিভির দিকে চেয়ে থাকে। কবে ওরা যেন টিভিকেই খায়-------


এমনি বর্ষাদিনে মানবতা দেখিয়ে পুষছি কিছু
হায়েনা, নেকড়ের পাল
ওরাও সর্বভুক বনবাদাড় পাহাড় পর্বত ঝরণার জল
সব খায় ,ওদের থাকতে নেই কোন মৌল পরিচয়
কবে যে পুরোটা খায় ওরা ! কেবলই সেই ভয়।


অগুনতি পয়সা খরচ করে পুষছি কিছু মুখোশ মানুষ, মুখোশের আড়ালে যারাও খায় পৃথিবীর সব
প্রয়োজন থেকে তুলে রাখে কোটি কোটি গুন
ওদেরও বংশধর ক্রমশ বাড়ে, বাড়ন্ত খুব
জবাবহীনতায় দাপটে আছে সকল সময়।
ভয় হয় এরা কিনা খায় নর্দমার পচা অথবা অন্ধকার।


কেবল চারপাশে আছে কিছু মানুষ
তাদের পুষতে হয় না
তারা খেটে খায়, অপরেরে খাওয়ায়, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আমলা সরকারকে খাওয়ায়।
তাদেরই কেবল ভয়, অভাব এসে কবে যেন করে পরাজয়।
***************-****-*
টুঙ্গিপাড়া,