সেই ছোট্ট বেলা
মা আমাকে বিজয়ের গল্প শোনাতো
যুদ্ধে যাওয়া যুবকের গল্প, অদম্য সাহসী যুবক
যার হাতে রূপসী বাংলা ঘাড়ে রাইফেল
চোখ-মুখে দেশজয়ের স্বপ্ন সোনালী
যে যুবক তার ধমনী, প্রতিটা শ্বাস প্রশ্বাস
যে যুবক তার ভালোবাসা, আমার জন্মদাতা --


মাঠ পেরিয়ে সবুজ ক্ষেতে বোনা আছে স্বপ্ন তার
নদীর কলতানে মেশা পাখিদের গান
সন্ধ্যার আকাশে ফুটে থাকা কৃষ্ণচূড়া
জোছনা রাতে মায়াবী চাঁদের হাতছানি
ছেলে বুড়োর তুমুল করতালি, ভালোবাসার নিবিড় ছোঁয়া
যেখানে বাঁচবার মতো নির্মল বাতাস
ঝলমলে রোদে দুঃখের যেখানে শেষ সেইখানের,
সেই দেশের গল্প শোনাতো মা আমার....


আজ আর গল্প শোনায় না কেউ...
চেয়ে দেখি, গল্পগুলো ছিল যদিও মুক্তিযুদ্ধের
স্বপ্নগুলো ছিলো যদিও এই দেশ, মা, মাটি, মানুষের,
মায়ের ভাষার
তার পাশ কেটে সমৃদ্ধি খোঁজে নিলর্জ্জ স্বার্থপর
একশ্রেণীর বেহায়া বেদীন


না ফেরা যুবক, দূুরে তারার দেশে
আজও অশ্রু ঝরায় আর স্বগতোক্তি করে
"বিজয় এখনো আসেনি খোকা....
আরেকটি যুদ্ধ বড্ড দরকার,মুছে দেবার যুদ্ধ লুটেরার।"