বসে থাকি অচল আনির মতো
যদি ভালো সংবাদ আসে মুঠোফোনে!
কতই সংবাদ পাই, মহামারী কেড়ে নিলো আজ কত প্রান, কোন গাঁয়ে চলে গেলো কোন সে স্বজন
কতলোক ভ্যাকসিন নিলো আজ, কতজন টানছে ক্ষীণতর অক্সিজেন??


আমি আর কেমন থাকি!
কেবল যে তার খবরটা থাকছে বাকী....


লেকপাড়া কোন দিক? কোন পথে রোজ সে হাঁটে
ছয়তলা ইমারত জানি এতোটুক
ভুলে গেছি স্বপ্নের নাম, ভুলে গেছি হলুদ বিকেল
কৈশোরে নদীর সাঁতার
সে ছিল বন্ধু আমার, নাম তার ছিল আকতার
আরো একজন খুব প্রিয়জন
শুধু উল্টাই প্রিয় মুঠোফোন, যদি কোন বার্তা আসে!


আজো তাকে মনে পড়ে--তার মন কোনদিকে সেইতো জানে, কোন সে মনের ভিড়ে তলিয়েছে হৃদয়টি তার-- মুঠোফোনে তবু অপেক্ষার