রোজ বেরিয়ে দেখি, হাঁটাহাঁটি পায়ে
কতকগুলো অজানার পাখি বেদনার গান গায়
ভোরের বাতাসে, আকাশে আহত কুয়াশা ;


বারবার খাবি খায় মন,
তোমাদের আলো আঁধারির ঘরে
কিসের কোলাকুলি চলে!
কখনো কি সুখপাখি ডানা ঝাপটানি দেয়নি সাবধানে?
কখনো কি একটু হাসি, একটু মায়াভারা ভালোবাসা
আর বেদনা সারাবার মলম নিয়ে
কেউ  আসেনি আঙিনায়?


সেই কতকাল হলো একটা আহাজারী
আর কাতর আর্তনাদ শুনি সংগোপনে
বলো নাতো মুখ ফুটে! আর কত দুঃখ লুকিয়ে রেখে
দুঃখকে পরাজিত করবার ইতিহাস গড়তে চাও তুমি?


কি এমন আশা পাও মনে?
আমারও তো হাঁটার ইচ্ছে জাগে তোমাদের সনে।


এ যাবৎ এ বাংলায় যতো পলিমাটি জমে
উর্ব্বরা হয়েছে ভূমি ক্ষেত
মায়ের উদর কিংবা ভালোবাসিবার ঘর
এ বাংলায় যত শোক বিয়োগ ব্যথা হারানোর সন্তাপ
দুঃখ, কষ্ট, জ্বরা ; এসো তুমুল কষ্টের ভাগে
চাষ  করি চরম নিষ্ঠার
এসো, ঘামের আন্দোলনে গড়ি স্বপ্নের আকাশ।


চুপ করে থেকোনা একা
দরজা ছাড়িয়ে পাতো আমাদের অধিকারের হাত
মুঠোয় মুঠোয় ধরি সুখ
সোনাঝরা জীবনের অঙ্গিকার
কঠিন পরিশ্রমে।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,০৭/১১/২০২০