বেঁচে থাকো কুয়াশা মানুষ
চিরকাল মেটাই সাধ আমরা শ্রমের রাখাল
তোমাদের উম্মুল যৌবনের ক্রিড়নক হই,হই অনুগত
যেমনি হেঁটে গেছে সন্ধ্যার ধূপধুনো স্মৃতিময় দিন রাত্রির অন্ধকার গায়ে
হিরন্ময় সুরে ভেসে তোমরা চালাও, চলো দিনরাত
অনন্ত সুখ ভোগে রকমারি সাজে
আমাদের পেতে নেই  সুখের নাগাল
গায়ে আর চড়েনা ঝকমকি ঈদের পোষাক
জোটেনা খাবার, পরিযায়ী থাকি দেশে দশে।


সুখে থেকো নিরন্তর সুখে উচু তলার মানুষ
তোমাদের হাত যদি থাকে আমাদের দিকে
তাহলেই ভেসে যাই, উৎরে যাই জীবনের বাজি
এভাবেই চলে গেছে পূর্বপুরুষ, গোলামীর ঘানি টেনে নির্লিপ্ততায়।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,