এ কোন খেলা খেলছো যুগের মানুষ
ভাবছো কিনা যবর দখল ভালো
ভাবছো কিনা অল্পায়াসে এই পৃথিবী তোমার
কত মানুষ তোমার আমার মতো
হঠাৎ আলোর ঝলকানিতে এলো
শাশ্বত এই জীবন বিধান মেনে
মহাকালে যাত্রা করে গেলো।


কেবল মানুষ যায় আসে আর ভাবে
অগুনতি সুখ কে করে তার শুমার
যুগ পেরোলো সুখ পেরোলো কাল পেরোলে বহু
এই পৃথিবী যেমন ছিলো সবুজ
তার থেকেও অধিক নিলো লোহু
তবুও তো দিন হলো না পার
যতই বলি মানতে হবে, যতই বলি আমার
আমার আমার নাই কিছু নাই
পৃথিবীটাই ফাঁকি, ফাঁকিরই কারবার।